আলীনগর সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি। আহত-২।

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

আলীনগর সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি। আহত-২।
booked.net

Manual3 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনায় বিজিবির ২ সদস্য আহত হয়েছেন। শনিবার (২৯ এপ্রিল) রাতে কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তের লোটাবিল এলাকায় এ ঘটনা ঘটেছে।আহতরা হলেন আলীনগর বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. হাসিবুল ইসলাম ও সিপাহি মো. সাখাওয়াত হোসেন। বিজিবির পক্ষ থেকে রবিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে তিনজনের নামোল্লেখ সহ অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ।

Manual6 Ad Code

অভিযোগে উল্লেখ করা হয়, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারেন- রাতে একদল চোরাকারবারি সীমান্ত এলাকায় চোরাচালান করবে। ওই সংবাদের ভিত্তিতে আলীনগর সীমান্তের লোটাবিল এলাকায় বিজিবি আগে থেকেই অবস্থান নেয়। রাত ১০টার দিকে একটি পিকআপভ্যানে ভারতীয় নাসির বিড়ি লোড করতে দেখেন বিজিবির সদস্যরা। এ সময় তারা চোরাচালান প্রতিরোধের চেষ্টা করলে চোরাকারবারিরা টহল দলের উপর  অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও ৪ রাউন্ড ফাঁকা গুলি করলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপভ্যান ও ২টি মোবাইল ফোন সহ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে জব্দ করা হয়।

Manual5 Ad Code

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!