আর চুপ থাকবেন না জেমস-পার্থরা।

প্রকাশিত: ৮:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৪

আর চুপ থাকবেন না জেমস-পার্থরা।
booked.net

বিনোদন ডেস্ক:- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন কে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এর মধ্যে শোবিজ অঙ্গনেরও তারকারাও রয়েছেন। এবার এই আন্দোলন নিয়ে নীরবতা ভাঙলেন দেশের শীর্ষ ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও পার্থ বড়ুয়া।

 

সম্প্রতি লাল রঙের মাঝখানে বাংলাদেশের মানচিত্রের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন জেমস। মুহূর্তেই তার এই ছবি ভাইরাল হয়ে যায়।

 

এদিকে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া ফেসবুকে একটি পোস্ট করে লিখেন, আর কিন্তু চুপ থাকা উচিত হবে না মনে হচ্ছে।

 

এরইমধ্যে আন্দোলনে আহত-নিহতের প্রতিবাদ এবং বিচারের দাবিতে শিক্ষার্থীদের পক্ষে এবার মাঠে নামার ঘোষণা দিলেন সংগীতশিল্পীরা। শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে আজ (৩ আগস্ট) বিকাল ৩টায় রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে শিক্ষার্থীদের সঙ্গে গানে গানে সংহতি প্রকাশ করবেন শিল্পীরা।

 

‘গেট আপ, স্ট্যান্ড আপ’ নামক আয়োজনে যারা ঢাকার বাইরে আছেন তারাও যেন নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন, এমন অনুরোধ জানানো হয়েছে।

 

ছবিঃ- মাহফুজ আনাম জেমস ও পার্থ বড়ুয়া।

Ad