আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা।

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা।
booked.net

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভাষা দিবসের শুরুতে রাত ১২টা ১ মিনিটে পৌর শহরস্থ শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ থেকে প্রভাতফেরী করে শহর প্রদক্ষিণ,বেলা সাড়ে ১০টায় পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর কর্মসূচি নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য নওয়াজাদা আলী ওয়াজিদ খান বাবু, গিয়াস উদ্দিন আহমদ ও অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ডিগ্রি কলেজ এর সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান ও কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad