আজ লাইলাতুল বরাত।

প্রকাশিত: ৬:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

আজ লাইলাতুল বরাত।
booked.net

স্টাফ রিপোর্ট:- আজ (শুক্রবার) পবিত্র লাইলাতুল বরাত। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন।এই মহিমান্বিত  রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদগুলোতে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিল সহ ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন।

 

লাইলাতুল বরাত উপলক্ষ্যে কুলাউড়া উপজেলার বিভিন্ন মসজিদে ওয়াজ, দোয়া, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, শিরনী বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষ্যে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশেষ বাণী দিয়েছেন। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে আগামীকাল শনিবার সরকারি বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

Ad

Follow for More!