আজহারীর সিলেটের মাহফিল নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

আজহারীর সিলেটের মাহফিল নিয়ে চলছে আলোচনা সমালোচনা।
booked.net

ধর্ম ডেস্ক:- মিজানুর রহমান আজহারী’র সিলেটের মাহফিল নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সম্প্রতি সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬ তম তাফসির মাহফিলের শেষ দিনে অংশ নেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

 

মাহফিলের কয়েক দিন আগে থেকেই ব্যাপক প্রস্তুতি ছিল সিলেট মহানগরীতে। আজহারীর আগমনকে ঘিরে মাহফিলের শেষ দিনে লক্ষাধিক শ্রোতার আগমন ঘটে। তবে মাহফিলের মঞ্চে উঠে পুরো আলোচনা শেষ করতে পারেননি বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করেছেন আজহারী।

 

সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাওলানা মিজানুর রহমান আজহারী বয়ান করছিলেন। এ সময় উপস্থিত শ্রোতাদের ছোট্ট একটি অংশ হট্টগোল করার চেষ্টা করেন। পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। আজহারী শ্রোতাদের কাছে অল্প কয়েক মিনিট সময় চেয়ে নিয়েছিলেন। এরপর তিনি মানুষকে ইসলামের দিকে আহ্বানের পদ্ধতি সম্পর্কে আলোচনা শুরু করতে গেলে আবারো হট্টগোল শোনা যায়। তখন আহজারী সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করার আগ মুহূর্তে বলেন, ‘সিলেট আজকে কি করেছো, এটা মনে থাকবে’।

 

সিলেটে আজহারীর মাহফিলের দুইদিন পেরিয়ে গেলেও সেখানে কি হয়েছিল তা এখানো স্পষ্ট করে জানা যায়নি। আজহারীর ব্যক্তিগত সহকারীর সঙ্গে এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যাচ্ছে না। তবে আজহারীর ভেরিফায়েড ফেসবুক পেইজে মাহফিলের মঞ্চের ছবি প্রকাশ করা হলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

 

এদিকে মাহফিলের ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে অনভিপ্রেত এবং দুঃখজনক বলে উল্লেখ করেছেন। অনেকে মাহফিলে সিলেটবাসীকে উদ্দেশ্য করে আজহারীর ‘তুমি’ সম্বোধনের বিষয়টিকে নিয়ে সমালোচনা করেছেন। অনেকে আবার ঘটনাটিকে সিলেটের জন্য লজ্জার বলে উল্লেখ করেছেন। অনেককে কোনো কোনো মাহফিলে আজহারীর কিছু কিছু বক্তব্যকে ‘অসংযত’ বলে অভিযোগ তুলেও সমালোচনা করতে দেখা গেছে।

 

প্রসঙ্গত, ২০২০ সালে দেশ ছাড়ার পর পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দেশের মাহফিলের মঞ্চে দেখা যায় তাকে।

 

এর আগে ২০২০ সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান মাওলানা মিজানুর রহমান আজহারী। ২০২০ সালের ২৯শে জানুয়ারি নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।

 

২০২০ সালে দেশ ছাড়ার পর গত চার বছর আর দেশে ফেরেননি মাওলানা মিজানুর রহমান আজহারী। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে ২ অক্টোরব দেশে ফেরেন তিনি। এক সপ্তাহ দেশে থেকে আবারো মালয়েশিয়ান যান। পরবর্তীতে গত ২৬ ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। দেশের প্রত্যেকটি বিভাগে মাহফিলে অংশ নেওয়ার কথাও রয়েছে তার।

Ad