অহমিকা – এজাজ আল মাছুম

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

অহমিকা – এজাজ আল মাছুম
booked.net

 

অহংকারের চেয়ে অহমিকা ভাল,
খটকা লাগলো শুনে
কতটা পার্থক্য অহমিকা আর অহংকারের !

আমার অহমিকা তোমার ভাল লাগে
অহংকার অসহ্য ,
আমার সময় যাচ্ছে অভিধানে
অর্থ খোঁজে খোঁজে ।

তুমিও এক সৌন্দর্যসন্ধানী পাঠক, নাকি পর্যটক ?
ঝিনুক খোঁজ ?
আমরা হারিয়ে গেলে
লোভী হয়ে ওঠি পলাতক প্রেমের সম্মোহনে।
আমরা সব শেষ করে, সাপকে ওঝা ভেবে
আমন্ত্রিত মৃত্যুর সম্মুখে
জীবনের গল্প বলতে ভালবাসি ।

আমাদের ওষ্ঠে বিষ
আমাদের আঙুলে কাঁটা
আমাদের চোখে ,মুখে,বুকে অসহ্য অস্হিরতা ।
ভালবাসার গল্পে আমরা দেবদাস ভালবাসি
অথচ আমরা প্রত্যেকেই রাবণ!

এখন আমিও বুঝি
অহংকারের চেয়ে অহমিকা ভাল।
এখন আমি ছেড়ে দিয়েছি পোষা ময়নাটাকে
এখন আমি কুকুর পুষি !

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad