প্রকাশিত: ৭:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪
আন্তর্জাতিক ডেস্কঃ- সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুস্টিত হয়েছে বিশ্বের নামকরা মডেলদের অংশগ্রহণে এক ফ্যাশন শো। জমকালো অনুষ্ঠানের এই মঞ্চে অর্ধনগ্ন পোশাকে পারফর্ম করেছেন পশ্চিমা বিশ্বের খ্যাতনামা মডেলরা। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পপ আইকন জেনিফার লোপেজ।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ নভেম্বর) রাতে রিয়াদে এ আয়োজন করা হয়। লেবানিজ আইকন এলি সাব এর পেছনের কারিগর। প্রাক্তন ফরাসি ভোগ সম্পাদক ক্যারিন রইটফেল্ড ফ্যাশন শোটির রানওয়ের নির্দেশনায় ছিলেন।
ইসলামি বিধিবিধান নিয়ে সরব দেশটিতে ‘এলি সাব শো’ নামে তৈরি মঞ্চে আধুনিক সব নজরকাড়া পোশাকে তারকারা উপস্থিত হন।
শোতে ‘১০০১ সিজনস অফ এলি সাব’ থিমের অধীনে ৩০০টি ডিজাইন প্রদর্শন করা হয়। যা মধ্যপ্রাচ্যের লোককাহিনী ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলে আয়োজকরা জানান। সেই প্রখ্যাত লোককাহিনীর গ্রন্থটি ‘কিতাব আলফে লায়লা ওয়া-লায়লা’ (এক হাজার এবং এক রাতের কাহিনী) নামে সংকলিত। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশীয় গল্প এবং লোককথার অনন্য সংকলন এটি। এসব কাহিনী ইসলামের স্বর্ণযুগে আরবিতে সংগৃহিত হয়েছিল। বহির্বিশ্বে এটি এরাবিয়ান নাইটস নামেও পরিচিত।
ধর্মীয় অনুশাসন পালনের নামে যেখানে নারীদের কোণঠাসা করে রাখা হচ্ছে সেই রিয়াদের মঞ্চে এ ধরনের আয়োজনে অবাক হয়েছেন অনেকে। এমনকি এলি সাবের উদযাপনে মঞ্চে একে একে যখন তারকা লোপেজ, ক্যামিলা ক্যাবেলো, ন্যান্সি আজরাম, আমর ডায়াব ও কিংবদন্তি সেলিন ডিওন পশ্চিমা ঢঙ্গে উপস্থিত হচ্ছিলেন তখন উপস্থিত দর্শকরাও চমকে যান।
এক সময় সৌদি আরবে এ ধরনের আয়োজন কল্পনাও করা যেত না। কিন্তু বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান শিল্প-সাহিত্য চর্চায় উদারতা দেখাচ্ছেন। সম্প্রতি দেশটিতে সরকারিভাবে সিনেমায় বিনিয়োগ করা হচ্ছে। নির্মাণ করা হয়েছে আধুনিক সিনেমা হল। মূলত, সৌদি সরকার তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টায় নানামুখি পদক্ষেপের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রমের সুযোগ দিচ্ছে।
এদিকে সফল শো অনুষ্ঠানে খুশি আয়োজকরা। তারা জানান, এলি সাবের পোশাক সারা বিশ্বে নন্দিত। শো-তে প্রদর্শিত পোশাকে আগামী কয়েক মাসে বহু নারী বিয়ের আসরে বসবেন। এটি হয়ে উঠবে তাদের স্মৃতির এক অনুষঙ্গ।
ছবিঃ- পারফর্ম করছেন জেনিফার লোপেজ।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us