অবসরপ্রাপ্ত জেলা নাজির ইয়াকুব আলী খাঁনের ইন্তেকাল।

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জুন ১, ২০২২

অবসরপ্রাপ্ত জেলা নাজির ইয়াকুব আলী খাঁনের ইন্তেকাল।
booked.net
Manual6 Ad Code

 

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালবাগ গ্রামের বাসিন্দা এবং বাগৃহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ শিরিন বেগমের পিতা মোঃ ইয়াকুব আলী খাঁন বার্ধক্যজনিত কারণে বুধবার (১ জুন) ভোর ৪টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহী — রাজিউন)।

Manual5 Ad Code

মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাজার নামাজ বুধবার বিকেল সাড়ে ৫টায় টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের মুসল্লীগণ উপস্থিত ছিলেন। 

Manual7 Ad Code

উল্লেখ্য, চাকুরী জীবনে তিনি দীর্ঘদিন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা নাজির হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। 

Manual5 Ad Code

শোক প্রকাশঃ- অবসরপ্রাপ্ত নাজির মো. ইয়াকুব আলী খাঁনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!