অজগরের পেটে মিলল ‘অক্ষত’ মরদেহ!

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

অজগরের পেটে মিলল ‘অক্ষত’ মরদেহ!
booked.net

Manual5 Ad Code

অনলাইন ডেস্কঃ- অজগর সাপের পেটে মিলল পুরো আস্ত এক নারীর মরদেহ। এই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশ। মৃত ওই নারীকে হত্যার পর তাকে গিলে ফেলে ওই অজগরটি। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, জারাহ (৫০) নামের নিহত ওই নারী ছিলেন এক রাবার বাগানের শ্রমিক। গত রোববার ( ২৩ অক্টোবর) সে কাজের জন্য বাড়ি থেকে বের হন।এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরদিন গ্রামবাসী বড় পেটের একটি অজগর দেখতে পান। পরে তারা অজগরকে মেরে ওই নারীর মরদেহ উদ্ধার করেন।

Manual1 Ad Code

বেতারা জাম্বি পুলিশের প্রধান একেপিএস হারেফা স্থানীয় গণমাধ্যমে বলেন, ভুক্তভোগী ওই নারীর মরদেহ ছিল অজগরের পেটে। তার মরদেহের বেশিরভাগ অংশই অক্ষত ছিল। এই পুলিশ কর্মকর্তা জানান, রোববার রাতে ওই নারীর স্বামী তার স্ত্রীর কাপড় এবং কাজ করার যন্ত্র খুঁজে পান। সোমবার ১৬ ফুট দৈর্ঘ্যের অজগরটিকে দেখা যায়।

Manual1 Ad Code

এমন ঘটনা বিরল হলেও অজগরের আস্ত মানুষ গিলে ফেলার ঘটনা ইন্দোনেশিয়ায় এই প্রথম নয়। ২০১৭ ও ২০১৮ সালেও দেশটিতে এমন ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

অজগর তাদের খাবার পুরোটাই গিলে খায়। অজগরের চোয়ালগুলো খুব নমনীয় লিগামেন্ট দ্বারা সংযুক্ত থাকায় সেটি তারা অনেক প্রসারিত করতে পারে।

Manual4 Ad Code

সূত্র:- বিবিসি।

Ad

Follow for More!