২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসির ফল প্রকাশ।

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১

২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসির ফল প্রকাশ।
booked.net

ডেস্ক নিউজঃ- ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। তাছাড়া চলতি মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ।

৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। তাই একই দিন এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হতে পারে বলে এমন আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত তারিখ চূড়ান্ত হয়নি। খুব শিগগির ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে।

প্রতিবারই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। তবে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে রয়েছেন। ২৮ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা।

জানা যায়,প্রধানমন্ত্রীর আগের সফরের সময় হিসাব করে  ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর কিংবা প্রধানমন্ত্রীর সুবিধামতো সময় ফলাফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়। কিন্তু পরবর্তীতে  প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের সময় বাড়ানোর কারণে ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

Ad