১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু।

প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২২

১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু।
booked.net

অনলাইন ডেস্কঃ- চলতি বন্যায়  স্থগিত হওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। বর্তমানে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।রোববার (১৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি  এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা আগামী নভেম্বর মাসে নেওয়া হবে। তাছাড়া  বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আগামী ২৪ আগস্টের মধ্যে বই দেওয়া হবে।

মন্ত্রী জানান, আমরা আগস্টের মাঝামাঝি এসএসসি পরীক্ষা আয়োজন করতে চেয়েছিলাম। কিন্তু আগস্টের মাঝামাঝি বন্যার আরেকটা পূর্ভাবাস থাকায় আমরা পরীক্ষা পিছিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি নিয়েছি।

দীপু মনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় এখন সেই মোতাবেক রুটিন তৈরি করবে। আর বন্যায় কত সংখ্যক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই তালিকা নিরূপণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে ২৪ আগস্টের মধ্যে নতুন বই তুলে দেওয়া হবে।

মহামারির কারণে পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা এবার ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে প্রবল বর্ষণ আর উজানের ঢলে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দিলে সরকার ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।

ছবিঃ- সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

Ad