হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৪

হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।
booked.net

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:- কুলাউড়া উপজেলার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহমদ উল্লাহ মাস্টার ফাউন্ডেশন এবং মরিয়ম নেছা খানম স্মৃতি পরিষদের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

শনিবার (১১ মে) ব্যবসায়ী এবং সমাজসেবক আজিজ আহমেদ টুটুর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বারের প্রাক্তন সহ-সভাপতি এম. খালেদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রারেন- জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম শামীম, বিশিষ্ট সমাজসেবক মোঃ কলিম মিয়া, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মির্জান আলী, নটরডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আইনজীবী ব্যারিস্টার আহমেদ আল-রাজী, হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি আব্দুল লতিফ।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, অনুষ্ঠাদের মূল উদ্দশ্য হচ্ছে শিক্ষাকে উৎসাহিত করা। একটি দেশকে বিশ্বের দরবারে উচু স্থানে নিয়ে যেতে হলে শিক্ষিত জাতির প্রয়োজন। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। কাজেই শিক্ষার কোনো বিকল্প নাই। সেই সাথে মরহুমের স্মরণে বৃত্তি প্রদান কর্মসূচির পরিধি আরো বৃদ্ধি পাবে এই প্রত্যাশাও ব্যক্ত করেন।

 

অনুষ্ঠান উপস্থাপন করেন ইসলামনগর সাজিদ পেয়ারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন- হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষ চক্রবর্তী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ প্রমুখ।

 

ছবি:- শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করছেন অতিথিরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!