ভারতে নতুন আতঙ্ক হোয়াইট ফাঙ্গাস!

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১

ভারতে নতুন আতঙ্ক হোয়াইট ফাঙ্গাস!
booked.net

অনলাইন ডেস্কঃ- ভারতে প্রানঘাতী করোনা ভাইরাস থেকে সেরে ওঠা অনেক রোগীদের মধ্যে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বা কালো ছত্রাকের প্রকোপ দেখা দেওয়ার পর এবার নতুন আতঙ্ক দেখা দিয়েছে। যার নাম ‘হোয়াইট ফাঙ্গাস’ বা সাদা ছত্রাক। সেখান কার চিকিৎসকরা এই ছত্রাক নিয়ে নতুন করে উদ্বেগের কথা প্রকাশ করেছেন।

জানা যায়, পাটনা ও বিহারে কিছু মানুষের দেহে এই সাদা ছত্রাকের সংক্রমণ ধরা পড়েছে। পারাস হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট ও রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান ডা. অরুণেষ কুমারকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাদা ছত্রাকের সংক্রমণ কালো ছত্রাকের চেয়েও আরও ভয়ংকর। তাছাড়া নারী ও শিশুদের ক্ষেত্রে সাদা ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেশি বলেও জানিয়েছেন চিকিৎসকরা। তাই ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মানা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন তারা।

কোভিড-১৯ রোগীরা ঝুঁকিতে কেন?

করোনাভাইরাস ফুসফুসকে দুর্বল করে দেয়। ফলে করোনাভাইরাসে আক্রান্ত বা সদ্য সেরে ওঠা রোগীদের ফুসফুসে সাদা ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। অক্সিজেন নিতে হচ্ছে এমন কোভিড-১৯ রোগীরাও এই ছত্রাকে সংক্রমিত হচ্ছেন।

তাছাড়া ক্যান্সার ও ডায়াবেটিক রোগী সহ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এবং যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ নিচ্ছেন তাদের এ ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেশি। ফলে এ ধরনের রোগীদের অবশ্যই বাড়তি যত্ন ও সতর্কতা দরকার।

আরো পড়ুনঃ ভয়েস অব কুলাউড়া’র বর্ষপূর্তি উদযাপন।

শরীরের যে সব স্থানে সংক্রমণ হতে পারেঃ- ফুসফুস, নখ, ত্বক, পাকস্থলি, কিডনি, মস্তিস্ক, যৌনাঙ্গ এবং মুখসহ শরীরের অন্যান্য অঙ্গেও এই ছত্রাকের সংক্রমণ হতে পারে।

চিকিৎসাঃ– সাদা ছত্রাকের বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য না থাকায় চিকিৎসকরা এর সংক্রমণের বিরুদ্ধে সাধারণ ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad