হাজীপুর পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জাম সহ ৮ জুয়ারি আটক।

প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

হাজীপুর পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জাম সহ ৮ জুয়ারি আটক।
booked.net

Manual1 Ad Code

 

নিজস্ব সংবাদ দাতা- কুলাউড়া উপজেলার হাজীপুরে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জাম সহ ৮ জুয়ারি কে আজ (৩ এপ্রিল) আটক করা হয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে ও এস আই মোঃ আব্দুল আলীম সঙ্গীয় অফিসার ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া পাইকপাড়া বাজারস্থ জামিল আহমদ চৌধুরী সাবু এর গাড়ীর গ্যারেজের ভিতর জুয়া খেলার আসর হইতে তাদের আটক করা হয়।

Manual5 Ad Code

আটককৃতরা হলেন- ১। জামিল আহমদ চৌধুরী সাবু (৩২), পিতা-জলিল আহমদ চৌধুরী, ২। তানু মিয়া (৪২), পিতা-মৃত এমদাদ আলী, উভয় সাং-ভূইগাঁও, ৩। বাছিত মিয়া (৩৫), পিতা-মৃত সোনা মিয়া, ৪। লায়েছ মিয়া (৫০), পিতা-মৃত কনা মিয়া, উভয় সাং-ইটারঘাট, ৫। আলাল মিয়া (৪০), পিতা-আব্দুল হাসিম, সাং-কালারায়েরচর, ৬। জনু মিয়া (৩৫), পিতা-মৃত গনি মিয়া, সাং-চানগাঁও, ৭। জিতু মিয়া (৪০), পিতা-কাবিল মিয়া, সাং-রনচাপ, ৮। তারেক মিয়া (২৭), পিতা-এরশাদ আলী, সাং-দাউদপুর, সর্ব থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার।

Manual8 Ad Code

এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ২০৮ টি তাস এবং নগদ মোট ২০,৫০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়। আটককৃত ৮ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!