বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কুলাউড়ার কামরুল।

প্রকাশিত: ৬:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২১

বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কুলাউড়ার  কামরুল।
booked.net

Manual7 Ad Code

বাংলাদেশ হাওয়াইয়ান গীটার শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন কুলাউড়ার সন্তান হাওয়াইয়ান গিটারিস্ট কামরুল হাসান |গত ১১ /১১/২০২১ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুর রহমান বাচ্চু এবং সাধারণ সম্পাদক ফরহাদ আজিজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়া হয় |

Manual1 Ad Code

উল্লেখ্য কামরুল হাসান ১৯৯৯ সালে সুলতান মুহাম্মদ ইদ্রিস লেদু এবং পরবতীতে এমাদুল মান্নান চৌধুরী তারহাম এর হাত ধরে গীটার সাধনা শুরু করেন |চার ভাই বোনের মধ্যে কামরুল হাসান সবার ছোট |বড় ভাই কুলাউড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি কয়ছর রশিদ বর্তমানে আমেরিকা প্রবাসী |বড় দুই বোন ইংল্যান্ড এবং কানাডা প্রবাসী |পিতা মরহুম শাফাত উদ্দিন আহমেদ ছিলেন প্রধান শিক্ষক |মাতা নিলুফার ইয়াসমিন সাধারণ গৃহিনী |

Manual2 Ad Code

Ad

Follow for More!