সড়ক ও রেলপথ অবরোধ করে চা শ্রমিকদের আন্দোলন। ভোগান্তিতে যাত্রী সহ কুলাউড়া পৌরবাসী।

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২

সড়ক ও রেলপথ অবরোধ করে চা শ্রমিকদের আন্দোলন। ভোগান্তিতে যাত্রী সহ কুলাউড়া পৌরবাসী।
booked.net
Manual8 Ad Code

 

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া পৌর এলাকার সড়কপথ অবরোধ ও ট্রেন আটকিয়ে আন্দোলন করেছে চা শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চৌমুহনীতে সড়কপথ অবরোধ করে শ্রমিকরা এ আন্দোলন করেন। পরে বিকেল ৪টার দিকে ওই এলাকায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ঘন্টাখানেক আটকিয়ে রাখেন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েন সড়ক ও রেলপথের যাত্রী সহ কুলাউড়া পৌরসভার ব্যবসায়ী ও নাগরিক বৃন্দ।

জানা যায়, উপজেলার রাজানগর, কালিটি, রাঙ্গিছড়া সহ কয়েকটি বাগানের সহস্রাধিক শ্রমিকরা মঙ্গলবার সকাল ১০টা থেকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় চা শ্রমিকরা ৩০০ টাকা মজুরি বৃদ্ধি না হ‌ওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Manual8 Ad Code

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি মো. আব্দুস ছালেক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের অবরোধ তুলে নিতে শ্রমিকদের সাথে আলোচনা করেন। পরবর্তীতে ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেন আন্দোলনরত শ্রমিকরা।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!