কুলাউড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য ১৫টি অক্সিজেন সিলিন্ডার দান

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

কুলাউড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য ১৫টি অক্সিজেন সিলিন্ডার দান
booked.net

Manual2 Ad Code

স্বপন কুমার দেবঃ আমেরিকা প্রবাসী ছেলেরা নিজেদের পিতার ১৩তম মৃত্যুবার্ষিকী ঘটা করে পালন না করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবার জন্য ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন । অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা (ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার, অডিট বিভাগ, এজিবি) বিশিষ্ট সমাজসেবী মরহুম আব্দুল মতিন এর যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে জুবায়ের আহমদ ও আবু সাঈদ আহমদের অর্থায়নে অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে।

Manual8 Ad Code

রোববার ২২ আগস্ট বিকেল ৫টায় কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ‘২০ শয্যা কোভিড-১৯ আইসোলেশন ইউনিটের’ জন্য ১৫টি অক্সিজেন সিলিন্ডার আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভার.) ডা. জাকির হোসেনের কাছে হস্তান্তর করেন মরহুম আব্দুল মতিনের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী জুবায়ের আহমদ।

Manual8 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভার.) ডা. জাকির হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুস সিয়াম রাফির পরিচালনায় হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বড়দল গ্রামের ‘আহমদ ভিলা’ পরিবারের ভূয়সী প্রশংসা করে করোনাকালীন সময়ে আর্ত-মানবতার কল্যাণে সাড়া দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সিলিন্ডারের পাশাপাশি অক্সিজেন রিফিল করার ব্যবস্থা গ্রহণে সহযোগিতার অনুরোধ জানান। তিনি করোনা পরিস্থিতিতে বিনা চিকিৎসায় যাতে কেউ মারা না যায় সেদিকে সমাজের সকল বিত্তবানদের আন্তরিক সহযোগিতার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক এম. মছব্বির আলী, মাওলানা রফিকুল ইসলাম, আব্দুল মালিক মেম্বার, মরহুম আব্দুল মতিন এর কনিষ্ঠ পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী জুবায়ের আহমদ, শিক্ষক আকমল হোসেন প্রমুখ।

সভা শেষে মরহুম আব্দুল মতিনের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

Manual4 Ad Code

উল্লেখ্য, ২০০৮ সালের ২২ আগস্ট মো: আব্দুল মতিন তার গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার বড়দল গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি সরকারি চাকুরীর পাশাপশি একজন নির্লোভী, পরোপকারী ও সমাজসেবক হিসেবে জনকল্যাণে অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন। তিনি ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলা সমিতি, কুলাউড়া উপজেলা সমিতির সাথে যুক্ত ছিলেন।

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!