স্টেশন রোড ও চৌমুহনী লাইন কমিটির নির্বাচন সম্পন্ন। সুয়াবুর সভাপতি। জুয়েল সম্পাদক।

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১

স্টেশন রোড ও চৌমুহনী লাইন কমিটির নির্বাচন সম্পন্ন। সুয়াবুর সভাপতি। জুয়েল সম্পাদক।
booked.net

 

রাহিম আহমেদ মান্নাঃ কুলাউড়া উপজেলা ২৩৫৯ শ্রমিক ইউনিয়ন এর আওতাধীন পৌর শহরের স্টেশন রোড ও চৌমুহনী লাইন কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ রেলওয়ে রিক্রিয়েশন ক্লাবে অনুস্টিত হওয়া নির্বাচনে ১০৯ টি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান সুয়াবুর এবং সাধারণ সম্পাদক পদে ১০৫ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জুয়েল মিয়া।

★ আরও যারা বিজয়ী হয়েছেন-

সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরকান মিয়া। তার প্রাপ্ত ভোট ১৩৬।

সহ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ শিবলু মিয়া। তার প্রাপ্ত ভোট ১১৭।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মইন উদ্দিন। তার প্রাপ্ত ভোট ৮৫।

সদস্য পদঃ- সুন্দর আলী ১১২ টি ও আনিছ মিয়া ১১০ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

Ad