বরমচালের ইছলাছড়া পুঞ্জির আদিবাসীদের সাথে মতবিনিময় করলেন- অ্যাড. সুলতানা কামাল।

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

বরমচালের ইছলাছড়া পুঞ্জির আদিবাসীদের সাথে মতবিনিময় করলেন- অ্যাড. সুলতানা কামাল।
booked.net

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধিঃ- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন- বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশে বিভিন্ন ধর্মের লোকের বসবাস রয়েছে। স্বাধীন দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। আর এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। মানুষকে ন্যায় বিচার থেকে কখনও বঞ্ছিত করা যাবে না।

Manual7 Ad Code

তিনি মঙ্গলবার (২৪ আগস্ট) বিকাল ৫টায় কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ইছলাছড়া পুঞ্জিতে স্থানীয় আদিবাসীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

প্রবীণ আদিবাসী নেতা মি. মন পথ্মির সভাপতিত্বে ও সালভেশন সুছিয়াংয়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল, কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জহিরুল হক শাকিল, লক্ষ্মীপুর মিশনের ফাদার যোসেফ গোমেজ ওএমআই ও বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক ফ্লোরা বাবলী তালাং প্রমুখ।

এর আগে মৌলভীবাজারের জুড়ীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু সাফারি পার্কের জায়গা পরিদর্শন করেন পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে অ্যাড. সুলতানা কামাল উপস্থিত সাংবাদিকদের বলেন, এখানে যারা বসবাস করছে, এই সম্পদে তাদের অধিকার বেশি। এখানাকর জনগণ অনেক দিন ধরে বসবাস করে তাদের সম্পদ রক্ষা করছে, দেশের সম্পদ রক্ষা করছে, সেটার বিরুদ্ধে প্রতিক্রিয়ায় কর্তৃপক্ষ কিংবা নীতি নির্ধারক যে আচরণ করছে তা কোনক্রমেই সঠিক নয়, নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানান।

প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন- বাপা সিলেট জেলার সহ-সভাপতি অধ্যাপক নাজিয়া চৌধুরী, মৌলভীবাজার জেলার কো-অর্ডিনেটর আ,স,ম সালেহ সোহেল, সিলেট জেলার অন্যতম সমন্বয়ক ডাঃ কামাল আহমেদ ও হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল,প্রমুখ।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!