সুপার টুয়েলভের ‘চ্যালেঞ্জ’ নিতে প্রস্তুত আছে বাংলাদেশ

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১

সুপার টুয়েলভের ‘চ্যালেঞ্জ’ নিতে প্রস্তুত আছে বাংলাদেশ
booked.net

Manual5 Ad Code

পাপুয়া নিউগিনিকে উড়িয়ে আইসিসি টি-টোয়েন্টি  বিশ্বকাপের সপ্তম আসরের সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। প্রথম রাউন্ডের চ্যালেঞ্জিং ধাপ পার হওয়ার পর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, সুপার টুয়েলভের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছেন।

Manual2 Ad Code

সুপার টুয়েলভ নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, ‘এই জয় আমাদের আরও আত্মবিশ্বাস দিবে। সুপার টুয়েলভে সবাই আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আমরা সেই চ্যালেঞ্জ নিয়ে নিজেদের প্রমাণের চেষ্টা করব। সুপার টুয়েলভের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে পেরে খুশি।’

স্কটল্যান্ডের কাছে হেরে এবারের বিশ্বকাপ যাত্রার শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। ওমানের বিপক্ষেও দলকে জিততে হয়েছে অনেক লড়াই করে। তবে পাপুয়া নিউগিনিকে সহজভাবে হারানোর পর স্বস্তিতে আছে বাংলাদেশ দল, জানালেন রিয়াদ।

তার ভাষায়, ‘কিছুটা স্বস্তি তো অবশ্যই আছে। দল ভালো করছে। অবশ্যই আজকে ভালো লাগছে। এই ফরম্যাটে উত্থানপতন থাকবেই, আপনি সবসময় পারফেক্ট গেম খেলতে পারবেন না। কখনও খারাপ দিন যাবে কখনও ভালো দিন যাবে।’

Manual4 Ad Code

‘আমাদের ভুলত্রুটি ছিল। চেষ্টা করেছি তা দ্রুত খুঁজে বের করে সমাধান করার। আমরাও মানুষ, আমরাও ভুল করতে পারি। সুপার টুয়েলভে চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী খেলার। বাকিটা আল্লাহর হাতে।’

Manual7 Ad Code

দলের আত্মবিশ্বাস ধরে রাখাই এই ফরম্যাটে ভালো করার মূল বিষয়। প্রতি ম্যাচে পারফরম্যান্স প্রত্যাশিত থাকবে না জানিয়ে তিনি বলেন, ‘দলের মধ্যে যদি ঐ স্থিরতা থাকে তাহলে কাটিয়ে উঠতে পারব। এই ফরম্যাট এমন, যেখানে প্রতিদিন পরিকল্পনা কাজে লাগবে না। পারফরম্যান্সের গ্রাফ উঁচু-নিচু থাকবে। দলের আত্মবিশ্বাস যেন কমে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

সুপার টুয়েলভ নিশ্চিত হলেও দলকে নির্ভার না থাকার বার্তা দিয়েছেন অধিনায়ক। সুপার টুয়েলভেও দলের অনেক উন্নতির জায়গা দেখছেন তিনি।

‘নির্ভার হয়ে বসে থাকার সুযোগ নেই। আমাদের আরও উন্নতি করে নিজেদের প্রমাণ করতে হবে। টি-টোয়েন্টিতে ফেভারিট বলতে কিচ্ছু নেই। প্রতিটি দলকেই সমানভাবে নিয়েছিলাম।’– বলেন রিয়াদ।

Manual2 Ad Code

Ad

Follow for More!