সিনেমা প্রযোজনায় নাম লেখাতে যাচ্ছেন কারিনা!

প্রকাশিত: ৫:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২২

সিনেমা প্রযোজনায় নাম লেখাতে যাচ্ছেন কারিনা!
booked.net
Manual1 Ad Code

বিনোদন ডেস্কঃ- নতুন ছবির কাজ শুরু করছেন পরিচালক হ্যানসল মেহেতা। যাতে অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনায় নাম লেখাতে যাচ্ছেন কারিনা। কারিনা কাপুরের সাথে রয়েছেন একতা কাপুর’ও। বর্তমানে এটির চিত্রনাট্য পড়ছেন তিনি। তাছাড়া ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি স্টোরি প্রকাশ করেছেন এই নন্দিত নায়িকা।

Manual8 Ad Code

এতে স্পষ্ট দেখা যাচ্ছে, এই সিনেমার পরিচালকের নাম হ্যানসাল মেহতা। কিন্তু সিনেমার নামের ওপর লম্বালম্বি পেন্সিল রেখে দিয়েছেন অভিনেত্রী। শুধু ‘দ্য’ এবং ‘মার্ডার’ অংশটুকু দেখা যাচ্ছে।

Manual3 Ad Code

কয়েকদিন আগে কারিনা ও প্রযোজক একতা কাপুরের সঙ্গে একটি ছবি পোস্ট করেন হ্যানসাল মেহতা। ক্যাপশনে লেখেন, ‘দুই অসামান্য নারীর সঙ্গে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত! নতুন সফর শুরু করতে চলেছি।’

Ad

Follow for More!