সারাদেশের ন্যায় কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু।

প্রকাশিত: ৭:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫

সারাদেশের ন্যায় কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু।
booked.net

Manual7 Ad Code

স্টাফ রিপোর্ট:- সারাদেশের সঙ্গে একযোগে কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী আলেয়া বেগম, স্বাস্থ্য সহকারী বীনা অলমিক, সিনিয়র শিক্ষক এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, সহকারী শিক্ষক নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, নীলিমা রানী বৈদ্য, মীরা শর্মা, আবুল কাশেম প্রমুখ।

 

Manual5 Ad Code

শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে। এ কার্যক্রম চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। পথশিশুদের টিকাদানে সহায়তা করবে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা।

 

Manual7 Ad Code

৩০ অক্টোবর পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন করে মোট ১৮ কর্মদিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া শনিবার ও অন্যান্য দিনে নিয়মিত টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Manual2 Ad Code

রাজধানীর আজিমপুরে গতকাল (১২ অক্টোবর) রোববার স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে জাতীয় পর্যায়ে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, টাইফয়েডে এখনও আমাদের দেশের শিশুরা মারা যায়, যা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশ ডায়রিয়া ও রাতকানা নিয়ন্ত্রণে সফল হয়েছে, এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হবে। সচেতনতা ও টিকাদানের মাধ্যমে এই রোগ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!