বিরক্ত ও বিব্রত সাদিয়া ইসলাম মৌ।

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১

বিরক্ত ও বিব্রত সাদিয়া ইসলাম মৌ।
booked.net

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ- সদ্য গ্রেফতার কৃত কথিত মডেল মরিয়ম আক্তার মৌকে নিয়ে বিব্রত ও বিরক্ত হচ্ছেন বাংলাদেশের খ্যাতিমান নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।

মৌ গণমাধ্যমকে জানান, ‘ঘটনার রাত থেকেই আমি বিব্রত হচ্ছি। আমার নামের সঙ্গে মিলে গেছে এমন একজনকে পুলিশ ধরেছে। আর এতেই অনেকে আমার পরিবার, স্বজন, বন্ধুদের নিউজ লিংক পাঠাচ্ছে।অথচ তারা কিন্তু দেখছে যে এটা আমি না। ’

Manual2 Ad Code

মৌ আরও বলেন, ‘শুধু আমার পরিবারকেই নয়,আমার পরিচিত মানুষদের অনেক বিরক্ত ও বিব্রত করা হচ্ছে। আমার পরিবারের লোকেরা যতই বলছে নিউজটা খুলে দেখ, এটা সাদিয়া ইসলাম মৌ না। তারপরও তারা এমন কথাও বলেছে যে, এদের তো অনেক কিছুই লুকানো থাকে। ’

Manual7 Ad Code

মৌ বলেন, ‘মডেল তারাই যারা নিয়মিত স্টেজ শো করেন, ফ্যাশন শো করেন। এসব থেকে নিয়মিত সম্মানি নিচ্ছেন – তাদেরকেই মডেল বলা যায়। দীর্ঘদিন ধরে মডেলিংয়ে নেই এমন মানুষ যদি নিজেকে মডেল বলতে পছন্দ করেন তাহলে তো আর কারও কিছু করার নাই। ’

Ad

Follow for More!