কী শাস্তি হচ্ছে সাকিব আল হাসানের

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জুন ১১, ২০২১

কী শাস্তি হচ্ছে সাকিব আল হাসানের
booked.net

Manual6 Ad Code

ডেস্ক নিউজঃ- (১)ম্যাচ ফিক্সিং এর ঘটনার পর আবারও আলোচনায় ক্রিকেট মাঠের অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লীগের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক সাকিব এর কিছু বিতর্কিত কর্মকাণ্ডে ক্রিকেট বোদ্ধারা’ও যেন নড়েচড়ে বসেছেন! এমনকি তার ভক্ত-সমর্থকদের মনে একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে-কী শাস্তি হবে সাকিবের?

Manual5 Ad Code

(২) জমজমাট ম্যাচটিতে প্রথমে স্ট্যাম্পে লাথি মারেন সাকিব। এক পর্যায়ে তিন স্ট্যাম্পই মাটিতে আছাড় মারেন আর সবশেষ আবাহনী ডাগআউটের সামনে দেখা যায় তাকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে।

Manual5 Ad Code

(৩)এইসব কাণ্ডের পর নিঃসন্দেহে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তারকা এই ক্রিকেটার । সেই শাস্তির মাত্রা কতটুকু হবে? সেটা হয়তো জানা যাবে শীগগির। তবে সর্বোপরি আম্পায়ারদের রিপোর্টের ওপরই নির্ভর করছে সাকিবের শাস্তির বিষয় টি।

আরো পড়ুনঃ স্থগিত হওয়া আইপিএল পুনরায় মাঠে গড়াচ্ছে ১৯ সেপ্টেম্বর।

Manual2 Ad Code

(৪) যদি আচরণবিধির ‘লেভেল টু’ লঙ্ঘনের অভিযোগ আনা হয় তবে এই অপরাধের শাস্তি দুই ম্যাচ কিংবা কমপক্ষে এক ম্যাচ নিষেধাজ্ঞা এবং আর্থিক জরিমানা। আর যদি ‘লেভেল ফোর’ ভঙ্গের অভিযোগ আনেন, তবে মোহামেডান অধিনায়ক বড় বিপদে পড়তে যাচ্ছেন। যার শাস্তি কমপক্ষে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা।

Manual2 Ad Code

Ad

Follow for More!