সমকামী দম্পতি গ্রহণ করবে না কাতারের তিন তারকা  হোটেল।

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২২

সমকামী দম্পতি গ্রহণ করবে না কাতারের তিন তারকা  হোটেল।
booked.net
Manual8 Ad Code

অনলাইন ডেস্কঃ- চলতি বছরের নভেম্বর মাস থেকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফুটবল। ক্রীড়াঙ্গনের এই জমজমাট আসর দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ দর্শক কাতারে যাওয়ার কথা রয়েছে।

দর্শকদের থাকার জন্য ইতোমধ্যে ৬৯টি হোটেলের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে তিনটি হোটেল বিশ্বকাপ ফুটবল দেখতে যাওয়া সমকামী দম্পতিদের গ্রহণ করবেনা বলে সাফ জানিয়ে দিয়েছে।

সম্প্রতি নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের কয়েকটি গণমাধ্যমের পরিচালিত জরিপে বিষয়টি উঠে এসেছে।
এ বিষয়ে জানতে ওই তিন হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Manual2 Ad Code

তবে ওই তিনটি হোটেল ছাড়াও আরও ২২টি হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সমকামী দর্শকদের শর্তসাপেক্ষে হোটেলে থাকার জায়গা দেবে। আর শর্তটি হলো- হোটেলে থাকতে চাওয়া সমকামী অতিথিরা জনসম্মুখে তাদের আচরণ প্রকাশ করতে পারবেন না।

Manual6 Ad Code

আর ৩৩টি হোটেল জানিয়েছে, সমকামী দর্শকদের থাকার জায়গা দিতে তাদের কোনো আপত্তি নেই। তবে এই তিন হোটেলের নামগুলো আপাতত গণমাধ্যমে জানায় নি রয়টার্স।

এদিকে বিশ্বকাপের ডেলিভারি ও লিগ্যাসি বিষয়ক সুপ্রিম কমিটি জানায়, কাতার একটি রক্ষণশীল দেশ। দেশটির আইনে সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। তবে সবার অংশগ্রহণে একটি অন্তর্ভূক্তিমূলক বিশ্বকাপ ফুটবলের আসর আয়োজনে দেশটি প্রতিজ্ঞাবদ্ধ।

সুপ্রিম কমিটির এক মুখপাত্র বলেছেন, কাতারের প্রায় ১০০ হোটেল বিশ্বকাপ উপলক্ষে খেলোয়াড়, দর্শক এবং বিশ্বকাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের থাকার জায়গার আয়োজন করবে। এই হোটেলগুলোকে অবশ্যই ‘সাস্টেইনেবল সোর্সিং কোড’ মেনে চলতে হবে। এই কোডের কোনো ব্যতিক্রম হলে তা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবে কমিটি।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, আমরা চাই সমকামীদের জায়গা না দেওয়ার এই অভিযোগের বিষয়ে আরও তথ্য বেরিয়ে আসুক। বিশ্বকাপের সঙ্গে সংশ্লিষ্টরা যেন কোনো বৈষম্যের শিকার না হন আমরা তা নিশ্চিত করতে চাই।

Manual1 Ad Code

সূত্র: রয়টার্স।

Ad

Follow for More!