সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা আবুল।

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মে ১৬, ২০২১

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা আবুল।
booked.net

Manual3 Ad Code

সংবাদ দাতাঃ- সিলেট মহানগর ছাত্রদলের সহ সভাপতি আবুল হোসেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। জানা যায়, গতকাল (১৫.০৫.২১ইং) রাতে ব্যক্তিগত কাজ শেষে কুলাউড়া উপজেলার শরীফপুরের তার পৈতৃক বাড়িতে স্থানীয় বটতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। এতে আবুলের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।

 

Manual7 Ad Code

প্রাথমিকভাবে তাকে কুলাউড়া সরকারি হাসপাতালে চিকিৎসা শেষে দায়িত্বপ্রাপ্ত ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার লক্ষ্যে তাৎক্ষণিক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি আশংকা মুক্ত রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তার পরিবারবর্গ। এদিকে তার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের আহবান জানিয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!