সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ-স্বাস্থ্যমন্ত্রী।

প্রকাশিত: ৬:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১

সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ-স্বাস্থ্যমন্ত্রী।
booked.net

 

নিউজ ডেস্কঃ করোনার সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমেরিকা আর আমাদের দেশ এক নয়। করোনা সংক্রমণ হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করবে, আমরাও সেই ধরনের পরামর্শ তাদের দেবো।

মন্ত্রী শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর তিতুমীর কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এসময় শিশুদের টিকার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে জাহিদ মালেক বলেন, এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে অনুমতি আসেনি। ডব্লিউএইচও অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, শিশুদের করোনা আক্রান্তের হার কম।

টিকা পাওয়া সাপেক্ষে গণটিকা কার্যক্রম চলমান থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ মাসেই চীন থেকে দুই কোটি টিকা পাওয়া যাবে। প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে আগামী তিন মাসে। তাছাড়া কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কেনা হবে বলে তিনি জানিয়েছেন।

 

 

 

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!