শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে বাঘিনীরা।

প্রকাশিত: ৬:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে বাঘিনীরা।
booked.net

Manual7 Ad Code

অনলাইন ডেস্কঃ- দক্ষিণ আফ্রিকায় প্রথম বারের মতো বসেছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর আসরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বাঘিনীরা। এদিকে অস্ট্রেলিয়ার পর এবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। আর এ ম্যাচে যদি জয় তুলে নিতে পারে তাহলে সুপার সিক্সে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ। আজ সোমবার বেনোনিতে গ্রুপ-এ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

Manual4 Ad Code

এর আগে গত শনিবার আসরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এ ম্যাচে বোলারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে ১৩০ রানে আটকে দেয় বাংলাদেশ। বল হাতে সামনে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দেন অধিনায়ক দিশা বিশ্বাস। ২৫ রানে ২ উইকেট নেন এই পেসার। আরেক পেসার মারুফা আকতার ২৯ রানে ২টি উইকেট নেন। স্পিনার রাবেয়া খান ২৭ রানে নেন ১ উইকেট।

Manual1 Ad Code

এদিকে, অস্ট্রেলিয়ার দেওয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৬৬ রানের জুটি গড়ে জয়ের পথে রাখেন আরেক ওপেনার আফিয়া প্রত্যাশা ও তিন নম্বরে নামা দিলারা আক্তার। ১১তম ওভারে বিদায় নেন আফিয়া ও দিলারা। আউট হওয়ার আগে আফিয়া ২২ বলে ২৪ ও দিলারা ৪২ বলে ৪০ রানের ইনিংস খেলেন। এ অবস্থায় জয়ের জন্য শেষ ৯ ওভারে ৬০ রান দরকার পড়ে বাংলাদেশের। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে স্মরণীয় জয় এনে দেন স্বর্ণা আকতার ও সুমাইয়া আকতার। তাদের নৈপুণ্যে ১৮ ওভারে ৩ উইকেটে ১৩২ রান করে বাংলাদেশ।

Ad

Follow for More!