শাওয়াল মাসের চাঁদ দেখা যায় নি। আগামী শুক্রবার ঈদুল ফিতর।

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মে ১২, ২০২১

শাওয়াল মাসের চাঁদ দেখা যায় নি। আগামী শুক্রবার ঈদুল ফিতর।
booked.net

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টঃ- দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ হবে বাংলাদেশে। আগামী শুক্রবার পালিত হবে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
.
এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে আজ বুধবার বাদ মাগরিব চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণমাধ্যমে এমনটাই জানানো হয়েছে। অনুস্টিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Ad

Follow for More!