কুলাউড়ায় শফিউল আলম নাদেলের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ।

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২১

কুলাউড়ায় শফিউল আলম নাদেলের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ।
booked.net

Manual3 Ad Code

আব্দুল কুদ্দুসঃ- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও দিনমজুর মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে গতকাল (১৭ জুলাই) ৪টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিকেল ৫টায় টিলাগাঁও ইউনিয়নের বাংলাটিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন টিলাগাঁও ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক।

Manual4 Ad Code

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য সুলতান মিয়া, টিলাগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিপন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক এসএম লুৎফুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম ও সেলিম আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সৌরভ চন্দ্র দেবনাথ প্রমুখ।

Manual3 Ad Code

এসময় ইউনিয়নের ১শ’ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, তেল, চিনি, আলু ও সেমাই।

Manual1 Ad Code

ভাটেরা ইউনিয়নে ১শ’ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক চৌধুরী, সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান, ভাটেরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মন্তাজ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম নেতা জুবায়ের সিদ্দিকী সেলিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল সিদ্দিকী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুকন, সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক, সাইফুর রহমান সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তালুকদার সুমন, ছাত্রনেতা সিদ্দিকী নোমান আহমদ, আমিনুল ইসলাম মিজান, শাকিল সিদ্দিকী খালেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়াবিদ নুরুল ইসলাম নাহিদ, ইউনিয়ন ছাত্রনেতা তাহমিদ আহমদ তালুকদার প্রমুখ।

এছাড়া উপজেলার ভূকশিমইল ও বরমচাল ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদুল আজহা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণের সময় স্ব-স্ব ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!