লুহাইউনি বাগানে বিক্ষোভ। বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

লুহাইউনি বাগানে বিক্ষোভ। বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
booked.net

Manual8 Ad Code

আব্দুল কুদ্দুসঃ কুলাউড়া উপজেলার লুহাইউনি চা বাগানের এক শ্রমিককে চাকুরি থেকে অব্যাহতির ঘটনায় গত দু’দিন থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। বুধবার (২৩ জুন) থেকে বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। ক্ষুব্ধ শ্রমিকরা বাগানের মন্ডপে মালিকপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে।

লুহাইউনি চা বাগানের বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, লুহাউনি চা বাগানের শ্রমিক শ্যামল পাশী তার ক্ষেতের জমি বাগান কর্তৃপক্ষকে বুঝিয়ে না দেয়ায়, গত ২২ মে তাকে ভিটা থেকে উচ্ছেদ করতে সহকারি ব্যবস্থাপক নজরুল ও বাগান চৌকিদার সাধুর নেতৃত্বে কিছু শ্রমিকরা অভিযান চালায়। এসময় শ্রমিকরা ফলজ গাছ কেটে ফেলে।

এ ঘটনায় বাগান পঞ্চায়েত গত ৯ জুন বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপ-পরিচালকের কাছে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে লিখিত আবেদন করেছেন। গত ১৪ জুন বাগানের মহা-ব্যবস্থাপক বরাবরে লিখিত আবেদন করেন পঞ্চায়েতসহ বাগানের শ্রমিকরা।

Manual1 Ad Code

৫ দিনের মধ্যে প্রতিকার না পেলে কঠোর আন্দোলনের ডাক দেয়। এদিকে বাগান কর্তৃপক্ষ ২২ জুন মঙ্গলবার কোন কারণ দর্শানো ছাড়াই শ্যামল পাশীকে বাংলাদেশ লেবার অ্যাক্ট এর ২৬ (ক) ধারায় চাকুরি থেকে অব্যাহতি দেয়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা অফিসের সামনে অবস্থান নেয়। এসময় বাগানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অফিসে অবরুদ্ধ করে রাখেন শ্রমিকরা। দিনভর অবরুদ্ধ থাকার পর রাতে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

আরো পড়ুনঃ কুলাউড়ায় চা শ্রমিকদের সংবাদ সম্মেলন : নিম্নতম মজুরি বাতিলসহ শ্রমিকবান্ধব গেজেট প্রকাশের দাবি

এদিকে ২৩ জুন বুধবার সকাল থেকে বাগানের প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয় এবং বাগানের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেয়া হয়।
বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অজিত কৈরি জানান, মঙ্গলবার শ্রমিকরা শ্যামল পাশীর চাকুরিতে পুনর্বহালের দাবিতে প্রতিবাদ করে।

বেলা ১২টায় প্রতিবাদ সমাবেশ শেষে শ্রমিকরা কাজে যেতে চাইলে লাইন চৌকিদার এসে জানায়, সাহেব (জিএম) বাগানের কাজ বন্ধ করেছেন। এসময় বাগান কর্তৃপক্ষ অফিসে অবস্থান করছিলেন। বাগানের (ব্রাহ্মণবাজার ইউনিয়নের) মেম্বার সত্য নারায়নের নেতৃত্বে ১৩ জনের একটি প্রতিনিধি দল জিএম মাহবুব আলীর সাথে দেখা করেন। তিনি তাদের জানান, বাগান মালিকের নির্দেশে কাজ বন্ধ করা হয়েছে।

Manual7 Ad Code

বুধবার ২৩ জুন শ্রমিকরা চাকুরিচ্যুত শ্যামল পাশীর চাকুরি পুনর্বহালসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য বাগান মন্ডপে প্রতিবাদ সমাবেশ করেছে। এসময় শ্রমিকদের সাথে একাত্মতা পোষণ করেন লংলা ভ্যালী ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামী ও সহ-সভাপতি জেসমিন আক্তার।

বাগানের জিএম মাহবুব আলী চলমান অচলবস্থা প্রসঙ্গে জানান, একজন শ্রমিককে চাকুরি থেকে অব্যাহতি দেয়ার ক্ষমতা আমাকে দেয়া হয়েছে। আইনও আছে। আমি সেই আইনে তাকে চাকুরিচ্যুত করি। আর যেসব দাবি দাওয়ার কথা বলা হয়েছে সব ভুঁয়া।

কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান জানান, বুধবার ২৩ জুন সকাল ৮টা থেকে তারা শান্তিশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে। পরিস্থিতি স্বাভাবিত আছে।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

Ad

Follow for More!