লর্ডস টেস্টে ইংল্যান্ডের হয়ে ফিল্ডিং করলেন ‘সিলেটী রবিন দাস।’

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুন ২, ২০২২

লর্ডস টেস্টে ইংল্যান্ডের হয়ে ফিল্ডিং করলেন ‘সিলেটী রবিন দাস।’
booked.net

নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের স্কোয়াডে ছিলেন না রবিন দাস। কিন্তু ঘটনাচক্রে ফিল্ডিং করতে নেমে নজর কাড়লেন তিনি। নিউজিল্যান্ডের ইনিংসের ৩৮তম ওভারের ঘটনা। ইংল্যান্ডের স্কোয়াডের দুই বদলি ফিল্ডার হ্যারি ব্রুক এবং ক্রেগ ওভারটন তখন আরও দুজনের বদলে মাঠে। স্টুয়ার্ট ব্রডও চলে যান মাঠের বাইরে।  এরপর ম্যাথু পটসও চোটে পড়লে বাড়তি দুজন ক্রিকেটারের দরকার হয়ে পড়ে। কারণ ইংল্যান্ডের স্কোয়াড ছিল স্রেফ ১৩ জনের।

আপৎকালীন সমাধান হিসেবে এসেক্সের রবিন দাস ও নিখিল গোরান্টলাকে নামতে হয় মাঠে। রবিনের আদি বাড়ি সিলেটের সুনামগঞ্জে। তার জন্ম এবং বেড়ে উঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। বর্তমানে তিনি এসেক্সের হয়ে খেলেন। এসেক্সের দ্বিতীয় একাদশে খেলেন তার ভাই জয় দাসও।

ছবিতে রবিন ডানপাশে। ছবি কার্টেসি- এসেক্স কাউন্টি ক্লাব।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad