লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে তৎপর প্রশাসন। মাঠে রয়েছে সেনাবাহিনী।

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে তৎপর প্রশাসন। মাঠে রয়েছে সেনাবাহিনী।
booked.net

 

রাহিম আহমেদ মান্নাঃ- মহামারী করোনায় সারা দেশে সাতদিন ব্যাপি লকডাউনের প্রথম দিন আজ। তাই ভোর থেকে শুরু করে কুলাউড়া শহরের বেশির ভাগ দোকান পাট, হোটেল, শপিং মল গুলো এখনো অবধি বন্ধ রয়েছে। মুল সড়কে নিত্য পণ্যবাহী ট্রাক ও রিকশা সীমিত পরিসরে চলাচল করতে দেখা গেছে। তাছাড়া দিনব্যাপী মুষলধারে বৃস্টি হওয়ার কারণে তুলনামূলক ভাবে মানুষের আনাগোনা খুব একটা চোখে পড়ে নি।

এদিকে লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে সেনাবাহিনী নিয়ে মাঠে তৎপর রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম সহ আইন শৃংখলা রক্ষা কারী বাহিনীর সদস্যবৃন্দ। তারা সকাল থেকে কুলাউড়া পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধারণকে সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad