রাশিয়ান সেনাদের হামলায় ইউক্রেনে নিহত ১৩৭।

প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২

রাশিয়ান সেনাদের হামলায় ইউক্রেনে নিহত ১৩৭।
booked.net
Manual1 Ad Code

রাশিয়ান সেনাদের হামলার প্রথম দিন ইউক্রেনের অন্তত ১৩৭ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩১৬ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

Manual3 Ad Code

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বৃহস্পতিবার রাশিয়ার হামলার প্রথম দিনে সেনা ও সাধারণ মানুষসহ ইউক্রেনে ১৩৭ জন নিহত হয়েছেন। জাতির উদ্দেশে দেওয়া ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আমরা আমাদের ১৩৭ জন বীর নাগরিককে হারিয়েছি। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য এবং বেসামরিক মানুষও রয়েছেন। এছাড়া রাশিয়ার হামলায় আরও ৩১৬ জন ইউক্রেনীয় আহত হয়েছেন।’

Manual2 Ad Code

বৃহস্পতিবার সামরিক হামলা শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর নিজেদের ৪০ ও রাশিয়ার ৫০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। ওইদিন প্রেসিডেন্ট জেলেনেস্কির উপদেষ্টা ওলেক্সি আরস্টোভিচ জানিয়েছিলেন, তিনি ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছেন। এর পর ভিডিও বার্তায় ১৩৭ সেনা নিহত হওয়ার খবর দিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

Manual4 Ad Code

এদিকে মস্কোর সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এ কথা বলেছেন।

রাশিয়ার সামরিক বাহিনীর দিকে ইঙ্গিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা মানুষকে হত্যা করছে এবং শান্তিপূর্ণ শহরগুলোকে সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এটা লজ্জাজনক এবং কখনোই ক্ষমা করা হবে না।’

ছবি- ইন্টারনেট।

Manual4 Ad Code

Ad

Follow for More!