রবিরবাজার হাত-পা বেঁধে কিশোর নির্যাতন। গ্রেপ্তার-০২৷

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৩

রবিরবাজার হাত-পা বেঁধে কিশোর নির্যাতন। গ্রেপ্তার-০২৷
booked.net

Manual3 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- চুরির অপবাদে জিম সেন্টারে হাত-পা বেঁধে রুবেল মিয়া (১৫) ও জিবান আহমদ (১৬) নামে দুই কিশোরকে নির্যাতন ও ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বেঙ্গল ফুডের পরিবেশক খালিদ হাসান রুমেল ও পাপ্পু পাল নামক দুই ব্যাক্তি কে গ্রেপ্তার করেছে পুলিশ। কুলাউড়া উপজেলার দক্ষিনাঞ্চল রবিরবাজারে এ ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

জানা যায়, গত বুধবার বিকেলে প্রতিবন্ধী কিশোর রুবেল রবিরবাজারের বেঙ্গল ফুডের সামনে দিয়ে যাওয়ার সময় রুমেল মালবাহী গাড়ি থেকে তার পণ্য নামানোর জন্য তাকে ভাড়া করেন। একপর্যায়ে প্রতিবন্ধী ওই কিশোর এক পিস কোমল পানীয় ‘টাইগার’ নিয়ে চলে যায়। বিষয়টি দেখে রুমেল তার দোকানের কয়েক জন কর্মচারী সহ প্রতিবন্ধী কিশোর রুবেল কে আটক করলে জিবান নামের আরেক কিশোর এগিয়ে গেলে দু’জনকে বেঙ্গল ফুডের উপরে একটি জিম সেন্টারে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়।

Manual4 Ad Code

নির্যাতনের পর চুরির অভিযোগে রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে ওই দুই কিশোর’কে নেওয়া হলে সমিতির নেতৃবৃন্দরা সাদা কাগজে নির্যাতিত দুই কিশোরের অভিভাবকদের স্বাক্ষর নিয়ে তাদের কে ছেড়ে দেন। পরবর্তীতে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে চিকিৎসা দেওয়া হয়। ভুক্তভোগীর পরিবার জানায়, রুবেল ও জিবান কে রাতভর রড এবং ইলেকট্রিক ক্যাবল দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে অমানবিক নির্যাতন চালিয়েছেন রুমেল ও তার সহযোগীরা।

Manual4 Ad Code

এ ব্যাপারে অভিযুক্ত খালিদ হাসান রুমেল জানান, ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও তিনি ষড়যন্ত্রের শিকার।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!