যুক্তরাষ্ট্রের স্কুলে নারী বন্দুকধারীর হামলা। নিহত-৬।

প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

যুক্তরাষ্ট্রের স্কুলে নারী বন্দুকধারীর হামলা। নিহত-৬।
booked.net

Manual7 Ad Code

অনলাইন ডেস্কঃ- যুক্তরাষ্ট্রের টেনেসি অংগরাজ্যের ন্যাশভিলে এক প্রাইভেট প্রাইমারি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী একজন নারী। পুলিশের গুলিতে তিনিও নিহত হয়েছেন। রয়টার্স বলছে, পুলিশ স্থানীয় সময় সকাল ১০ টা ১৩ মিনিট নাগাদ ফোন কল পেতে শুরু করেন। শহরটির কোভেন্যান্ট স্কুলে ওই বন্দুকধারী হামলা চালান। স্কুলটিতে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ানো হত।

Manual5 Ad Code

ন্যাশভিলে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র ডন আরন সাংবাদিকদের বলেন, স্কুলের দ্বিতীয় তলা থেকে গুলির শব্দ শুনতে পেতো। তিনি আরো জানান, হামলাকারীর কাছে অন্তত দুইটি আধা-স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি হ্যান্ডগ্যান ছিল।

তবে এ হামলাকারীর উদ্দেশ্যে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Manual8 Ad Code

ছবিঃ- ইন্টারনেট।

Ad

Follow for More!