ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আজিজুর রহমান স্মৃতি কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে কোয়াব কুলাউড়া ।
আজ ১৩ ডিসেম্বর মৌলভীবাজার স্টেডিয়ামে জুড়ী কোয়াবকে ৪৫ রানে পরাজিত করে কুলাউড়া ।
টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করে কোয়াব কুলাউড়া নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটে ১৭১ রান করে। দলের পক্ষে মঞ্জুরুল আমিন সর্বোচ্চ ৩৬ রান করেন। রিহান রিপন ২৮ ,সুমন মালাকার ২৪, সাহেদ ১৮, জনি ১৭ রান করেন।
জুড়ী একাদশের শুরুটা ভালো হলেও কুলাউড়া একাদশের বলারদের দায়িত্বশীল বলিংয়ে ৩৩ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় জুড়ীর ইনিংস। কুলাউড়া কোয়াবের পক্ষে শাহরুখ ৩ সাহেদ ২ ও অমিত ২ টি উইকেট লাভ করেন।
ম্যান অব দ্যা ম্যাচ হন শাহরুখ
কোয়াব কুলাউড়ার দায়িত্বশীলরা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply