মোস্তফা সরয়ার ফারুকীর করোনা পজিটিভ।

প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২১

মোস্তফা সরয়ার ফারুকীর করোনা পজিটিভ।
booked.net

ডেস্ক নিউজঃ-(১) এ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী করোনার টিকা নেওয়ার পর’ও রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার সহধর্মিনী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার রিপোর্ট নেগেটিভ।

(২)আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক ফেসবুক পোস্টে ফারুকী লিখেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও পজিটিভ আমি। তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন।’

(৩)সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, মারিয়া নূর প্রমুখ।

(৪) ফারুকী চিকিৎসকের পরামর্শে নিজ বাসাতেই আপাতত চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন- তিশা।

Ad

Follow for More!