স্টাফ রিপোর্টঃ- কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ৪৮৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জগ) প্রতীকে শাজান মিয়া ১৫৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
টান টান উত্তেজনায় শনিবার অনুস্টিত হওয়া নির্বাচনের ফলাফল রাত ৮টায় উপজেলা হলরুমে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুলাউড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
নির্বাচনে অপর ২ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ এর বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র শফি আলম ইউনুছ (নারিকেল গাছ) ২৯৯৪ ভোট এবং বিএনপির (ধানের শীষ) প্রার্থী সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ ১৭৭৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
Leave a Reply