মুচকি হাসিতে আলোচনায় পিয়া জান্নাতুল!

প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪

মুচকি হাসিতে আলোচনায় পিয়া জান্নাতুল!
booked.net

Manual2 Ad Code

 

বিনোদন ডেস্ক:- ব্যারিস্টার ও সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনের পেছনে দাঁড়িয়ে মুখ চেপে হাসি দিয়ে আলোচনায় পিয়া জান্নাতুল। একাধারে তিনি মডেল, অভিনেত্রী ও আইনজীবী।

Manual1 Ad Code

 

সম্প্রতি সৈয়দ সায়েদুল হক সুমন বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমকে কথা বলছিলেন এ সময় সহকর্মী হিসাবে পাশেই ছিলেন এই আইনজীবী পিয়া। সেখানে তাঁর মুচকি হাসিতে ঘায়েল হয়েছেন নেটিজেনরা। তার এই ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হচ্ছে রিলস, মিম আর ভিডিও।

Manual6 Ad Code

যাকে নিয়ে এতো হইচই, তাঁর কানেও গিয়েছে বিষয়টি। গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, ‘আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ, আমি বুঝি, যারা দুই সেকেন্ডে ওপরে ওঠাতে পারে, তারা পরে এক সেকেন্ডেই নামিয়ে ফেলতে পারে।’

 

এ প্রসঙ্গে পিয়া বলেন, ‘আমি বুঝতে পেরেছি, যাঁরা কনটেন্ট বা রিলস তৈরি করছেন, বেশির ভাগই তরুণ-যুবক। তাদের আসলে জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে, যখন যে ট্রেন্ড আসে, সেটাকেই অনুসরণ করে। এটাতে দোষের কিছু দেখছি না।’

 

Manual5 Ad Code

উল্লেখ্য, পিয়া জান্নাতুল ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এরপর কর্মজীবন শুরু করেন র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন তিনি।

Manual2 Ad Code

Ad

Follow for More!