মাসিক সভায় সুলতান মনসুর। শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বিকশিত করার আহবান।

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১

মাসিক সভায় সুলতান মনসুর। শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বিকশিত করার আহবান।
booked.net
Manual3 Ad Code

 

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(১৪ অক্টোবর) দুপুরবেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য- সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা, পিআইও মো. শিমুল আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ, সমবায় কর্মকর্তা জামাল হোসেন, খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব, তথ্যসেবা কর্মকর্তা পেয়ারা আক্তার রুবি সহ উপজেলার অন্তর্ভুক্ত সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

Manual1 Ad Code

এ সময় সুলতান মনসুর সরকারি কর্মকর্তাদের আহবান জানিয়ে বলেন, মানুষকে সন্তুষ্ট করে কাজ করলে বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত জাতি গঠন সম্ভব হবে। তিনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বিকশিত করার জন্য সবাইকে ভূমিকা রাখার আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!