মালয়েশিয়া প্রবাসীকে আনতে গিয়ে সড়কে ৫ জনের মৃত্যু।

প্রকাশিত: ৬:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩

মালয়েশিয়া প্রবাসীকে আনতে গিয়ে সড়কে ৫ জনের মৃত্যু।
booked.net

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টঃ- মালয়েশিয়া প্রবাসীকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার একই পরিবারের ৪ জন ও গাড়ির চালক সহ মোট ৫ জন মৃত্যুবরন করছেন। আহত হয়েছেন আরও ৪ জন। নিহতরা হলেন-কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে শিহাব (১৫), মেয়ে সাদিয়া (২৫) তার স্বামী কমলগঞ্জ উপজেলার সালাম (৩০), সাদিয়ার মেয়ে হাবিবা (৩)।

আজ (শনিবার) ভোররাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর মেটাডর কোম্পানির কারখানার সামনে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual1 Ad Code

জানা যায়, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর ক্কারী বাড়ির নুরুল ইসলামের ছেলে রাজু আহমেদ মালয়েশিয়া থেকে বাড়ি ফিরছিলেন। তাকে রিসিভ করতে পরিবারের সদস্যরা ঢাকায় যান। শনিবার রাতে প্রবাসী রাজু আহমেদ (২৮) পরিবারের সদস্যদের নিয়ে একটি নোহা মাইক্রোবাস যোগে বাড়ি আসছিলেন। এসময় হবিগঞ্জ জেলার মাধবপুর মেটাডর কোম্পানির কারখানার সামনে মাইক্রোবাসটি পৌঁছার পর পাথর ও বালুবাহী অপর দুটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual3 Ad Code

রাজু আহমেদ ও তার পিতা নুরুল ইসলাম সহ আহতরা সিলেটে চিকিৎসাধীন রয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় হাজীপুর ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমেছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!