ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে দিল্লি।

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২১

ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে দিল্লি।
booked.net

Manual7 Ad Code

অনলাইন ডেস্কঃ- ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে ভারতের রাজধানী দিল্লি।

Manual6 Ad Code

ইতিমধ্যে সেখানকার হাসপাতালগুলোতে এই প্রানঘাতী রোগে আক্রান্ত হয়ে ৬২০ জনের বেশি রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার’ই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেয়া হয়।

Manual5 Ad Code

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের দিল্লিতে সম্প্রতি মিউকরমাইকোসিস রোগে (ব্ল্যাক ফাঙ্গাস) আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে।

আরো পড়ুনঃ কুলাউড়া সীমান্তের ২০ পয়েন্ট দিয়ে দেশে আসে মাদকদ্রব্য।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার পর্যন্ত দিল্লিতে ৬২০ জনের কালো ছত্রাকের সংক্রমণ ধরা পড়ে। একদিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে ৭৭৩ জনে পৌঁছায়।

তাছাড়া জারি করা বিধান অনুযায়ী, স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ব্যবস্থাপনা নিয়ে সরকারের অনুমতি ছাড়া কোনো তথ্য প্রচার করতে পারবে না বলে জানানো হয়।

Manual8 Ad Code

নিয়ম অমান্য করা হলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৮৮ ধারার অধীনে ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code

প্রসঙ্গত, এর আগে ভারতের রাজস্থান ও মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্য ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করে।

Ad

Follow for More!