মসজিদে প্রবেশের পর সর্ব প্রথম কাজ কি?

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

মসজিদে প্রবেশের পর সর্ব প্রথম কাজ কি?
booked.net

Manual5 Ad Code

 

ডেস্ক নিউজঃ- আল্লাহর ঘর মসজিদ। মুমিন মুসলমানের ইবাদতের স্থান এই পবিত্র ঘরটি। তাইতো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে প্রবেশ করার পর প্রথমেই দুই রাকাআত নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছেন। তাছাড়া মসজিদে বসার আগেই নামাজ পড়ার দিকনির্দেশনা এসেছে হাদিসে। 

 

হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন (কোনো এক) জুমআর দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের সামনে খুতবাহ দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি (মসজিদে) এলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ‘ওহে! তুমি কি নামাজ আদায় করেছ? সে বলল, ‘না’। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘উঠ, নামাজ আদায় করে নাও।’ (বুখারি)

Manual4 Ad Code

 

 

মসজিদে প্রবেশ করেই দুই রাকাআত নামাজ আদায় করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। মসজিদে ঢুকে দুই রাকাআত নামাজ পড়া ছাড়া বসতে নিষেধ করেছেন প্রিয় নবী।

আরো পড়ুনঃ নামাজে মনযোগ বৃদ্ধি করার চার কৌশল

Manual2 Ad Code

হাদিসের অন্য বর্ণনায় তা সুস্পষ্টভাবে ওঠে এসেছে-

হজরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত সে দুই রাকাআত নামাজ না পড়ে; ততক্ষন পর্যন্ত যেন না বসে।’ (বুখারি)

– হজরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত, নিশ্চয়ই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করে, সে যেন বসার আগে দুই রাকাআত নামাজ পড়ে।’ (বুখারি, মিশকাত)

 

Manual3 Ad Code

 

– হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, তখন বসার আগে দুই রাকাআত নামাজ আদায় করবে।’ (মুসলিম)

 

আরো পড়ুনঃ  মিসওয়াক ব্যবহারের গুরুত্ব ও উপকারীতা

 

সুতরাং মুমিন মুসলমানের উচিত, সপ্তাহিক জুমআ কিংবা প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে দুই রাকাআত নামাজ পড়া। এটি প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত।

আর  জুমআর  দিন খুতবাহ শুরু হয়ে গেলে অন্যের খুতবাহ শোনার অসুবিধা যেন না হয় সে দিকে লক্ষ্য রেখেও দুই রাকাআত সুন্নাত আদায় করে নেয়া যেতে পারে।

 

Manual5 Ad Code

 

তবে লক্ষ্য রাখতে হবে, এ নামাজ আদায় করা নিয়ে কারো সঙ্গে বাদানুবাদ কিংবা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়া ঠিক হবে না।

মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআন ও হাদিসের আলোকে আমল করার তাওফিক দান করুন। আমিন।

Ad

Follow for More!