মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব।

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪

মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব।
booked.net

আন্তর্জাতিক ডেস্ক:- মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য এ উদ্যোগ। এটি হবে মুসলিম দেশটির প্রথম মদের দোকান।
সম্প্রতি লন্ডনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদে এই মদের দোকান খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দোকানটি খোলা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে দোকানটি থেকে শুধু অমুসলিম বিদেশি কূটনীতিকরা মদ কিনতে পারবেন।

দোকানটি থেকে মদ কিনতে প্রথমে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড আসতে হবে। এ ছাড়া প্রত্যেক মাসে মদ কেনার যে কোটা থাকবে সেটি মানতে হবে।

ইসলামে মদ সহ যেকোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণ হারাম। এটি স্বত্বেও সৌদির পর্যটন ও অন্যান্য ব্যবসা খাতকে সমৃদ্ধ করতে মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ ছাড়া এটি ক্রাউন প্রিন্সের ভিশন-২০৩০ এরও একটি অংশ বলে জানা যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad