কুলাউড়ায় লকডাউনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে ভোক্তা-অধিকার

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১

কুলাউড়ায় লকডাউনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে  কাজ করছে ভোক্তা-অধিকার
booked.net

Manual1 Ad Code

স্বপন কুমার দেব রতনঃ  নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এবং করোনাকালীন সময়ে বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় মঙ্গলবার (১৩ জুলাই) মৌলভীবাজার কুলাউড়া উপজেলার রবিরবাজার, উত্তর রবিরবাজার, কুলাউড়া রোড, চৌধুরী বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

Manual1 Ad Code

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, ঔষধের প্যাকেটের গাঁয়ে মূল্য না লেখা থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উত্তর রবিরবাজারে অবস্থিত খাদিজা ডিপাটমেন্টাল ষ্টোরকে ৩ হাজার টাকা, রবিরবাজারে অবস্থিত মা ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

Manual2 Ad Code

আরো পড়ুনঃ করোনা আপডেট। কুলাউড়ায় নতুন করে আরও ১৪ জন শনাক্ত।

Manual6 Ad Code

আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!