ভারতকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

ভারতকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।
booked.net
Manual6 Ad Code

রাহিম আহমেদ মান্নাঃ- সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলদেশ। আনাই মোগিনির গোলে ভারতকে ১–০ গোলে হারিয়ে এই শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা।

সন্ধ্যা ৬টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ এবং ভারত।

Manual4 Ad Code

ম্যাচের প্রথম দিকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত দাপট দেখালেও দুর্দান্ত ভাবে কামব্যাক করে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৫ মিনিটের আগে একটি গোল পেয়েও যেতে পারত গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তবে গোললাইনে ভারতের গোলরক্ষক বল গ্লাভসে নিলে বঞ্চিত হয় বাংলাদেশ। প্রথমার্ধের বাকি সময়টায়ও ভারতের জালে একের পর এক আক্রমণ করে মান্ডার দল। শুধু ভাগ্যই সহায় ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের।

ম্যাচের ৩৫তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ চালান বাংলাদেশের রিপা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে বৃথা যায় মেয়েদের প্রচেষ্টা। এর মিনিটখানেকের মধ্যে এমন আরেকটি আক্রমণের সাক্ষী হয় ঢাকা কমলাপুর স্টেডিয়াম। একের পর এক আক্রমণের পরও সমতায় থেকেই প্রথমার্ধ শেষ করে মারিয়া মান্দার দল।

Manual3 Ad Code

খেলার ৭৯ মিনিটে আনাই মোগিনি এগিয়ে দেন বাংলাদেশকে। শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে বল ধরেই দূল্লার শট করে আনাই মোগিনি গোল করলে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের দর্শকরা।

Manual2 Ad Code

এর আগে শিরোপা ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশ দল শ্রীলংকার জালে ১২ গোল দিয়ে ফাইনালে ওঠে মারিয়া-আঁখিরা।

উল্লেখ্য যে, ২০১৮ সালে বাংলাদেশের মেয়েরা নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে’ও নাম লিখিয়েছিলো।

Manual8 Ad Code

Ad

Follow for More!