ভাটেরা হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন।

প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩

ভাটেরা হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন।
booked.net

Manual4 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৬ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকা সুপ্রিমকোর্টের আইনজীবী এবং সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট ড. খালেদ আহমেদের সভাপতিত্বে ও হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইসলামনগর সৈয়দ সাজিদ পিয়ারা প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও ভাটেরা গার্লস স্কুল এন্ড কিডস ওয়ার্ল্ডের প্রধান শিক্ষক মাহবুব খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পীযুষ চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা সুপ্রিমকোর্টের আইনজীবী মো: হাবিবুর রহমান, মৃদুল দত্ত, রিয়াজ আহমেদ, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট অমরেন্দ্র শংকর দেবরায়, ৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম পাখি, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতছির খান, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক টুকন রাম বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, ভাটেরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হামিদ খান, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কলিম মিয়া, ৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো: মজিদ নিয়া, সামাজিক ব্যক্তিত্ব আব্দুল মালিক চৌধুরী, আব্দুল লতিফ, আতিকুল ইসলাম মিন্টু, নজরুল ইসলাম রুহেল, কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র আব্দুল্লাহ বিন কামরুল এবং গীতা পাঠ করেন ২য় শ্রেণির ছাত্রী তনুশ্রী চক্রবর্তী।

Manual5 Ad Code

এছাড়া সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শামীম খান, আজিজ আহমদ টুটু, আব্দুল মুনাইম জুরু, আব্দুল খালিক, লকুছ মিয়া, মুক্তার আলী, আবুল কালাম, সাইফুল সিদ্দিকী, সাহেদ আহমদ, গোপাল বিশ্বাস, শামসুল করিম জাহাঙ্গীর, সুনু মিয়া, জয়নাল মিয়া, দেলোয়ার হোসেন লিটন, মারুফ খান স্বপন সহ প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, অভিভাবক সদস্য বৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

Manual5 Ad Code

ছবি- প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!