ভাটেরায় ঘরের তীর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার।

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

ভাটেরায় ঘরের তীর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার।
booked.net

নিজস্ব প্রতিনিধি:-বীরেন্দ্র মালাকার সুকু (৪০) নামে এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা এবং সাবেক সচিব মিকাইল শিপারের মালিকানাধীন একটি ফার্ম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সুকু ওই এলাকার মৃত ধীরেন্দ্র মালাকারের ছেলে। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সচিব মিকাইল শিপারের ভাটেরা ইউনিয়নস্থ বাগান বাড়িতে কেয়ারটেকার হিসেবে সুকু কাজ করতেন। সোমবার সকালে ফার্মের ভিতরে কাঠের তীরের সাথে তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

 

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা এখনও বলা যাচ্ছে না। বিষয়টি উদঘাটনে কাজ চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!