প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুন ৯, ২০২১
এইচডি রুবেলঃ কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ১৩ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। বুধবার (৯ জুন) তাদের নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। এদের মধ্যে ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
করোনাক্রান্ত ১৩ জনের মধ্যে ব্রাহ্মণবাজার এলাকার মো. মামুন, হারুন আলী ও আস্তাব আলী, কাদিপুর এলাকার আব্দুল করিম, চাতলগাঁও এলাকার রাসেদ আহমদ ও আকলিমা আক্তার, কর্মধা এলাকার খায়রুল ইসলাম, লক্ষীপুর মিশন এলাকার ত্রিফলা রোজা, উনদা রোজারিও, তমা মুণ্ডা ও সৃষ্টি মুণ্ডা, বাদে-ভূকশিমইল এলাকার মখই বিবি এবং রামপাশা এলাকার সুবেরা আক্তার জনিসহ মোট ১৩ জন।
আরো পড়ুনঃ বাহরাইনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ বাংলাদেশির মৃত্যু।
এরমধ্যে ব্রাহ্মণবাজার এলাকার মো. মামুন, হারুন আলী ও আস্তাব আলী পেশায় তারা ফেরিওয়ালা। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ১৩ জন মঙ্গলবার (৮ জুন) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার ১ দিন পর বুধবার ১৩ জনেরই রিপোর্ট কুলাউড়া হাসপাতালে পজিটিভ আসে।
হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
PUBLISHED FROM
2152-B WESTCHESTER AVE BRONX
NEW YORK 10462 USA
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum Mintu
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us