করোনা আপডেট: কুলাউড়ায় নতুন করে আরও ১৩ জনের করোনা ভাইরাস শনাক্ত।

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুন ৯, ২০২১

করোনা আপডেট: কুলাউড়ায় নতুন করে আরও ১৩ জনের  করোনা ভাইরাস শনাক্ত।
booked.net

Manual2 Ad Code

এইচডি রুবেলঃ কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ১৩ জনের  করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। বুধবার (৯ জুন) তাদের নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। এদের মধ্যে ৩ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

Manual4 Ad Code

করোনাক্রান্ত ১৩ জনের মধ্যে ব্রাহ্মণবাজার এলাকার মো. মামুন, হারুন আলী ও আস্তাব আলী, কাদিপুর এলাকার আব্দুল করিম, চাতলগাঁও এলাকার রাসেদ আহমদ ও আকলিমা আক্তার, কর্মধা এলাকার খায়রুল ইসলাম, লক্ষীপুর মিশন এলাকার ত্রিফলা রোজা, উনদা রোজারিও, তমা মুণ্ডা ও সৃষ্টি মুণ্ডা, বাদে-ভূকশিমইল এলাকার মখই বিবি এবং রামপাশা এলাকার সুবেরা আক্তার জনিসহ মোট ১৩ জন।

Manual3 Ad Code

আরো পড়ুনঃ বাহরাইনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ বাংলাদেশির মৃত্যু।

এরমধ্যে ব্রাহ্মণবাজার এলাকার মো. মামুন, হারুন আলী ও আস্তাব আলী পেশায় তারা ফেরিওয়ালা। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ১৩ জন মঙ্গলবার (৮ জুন) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার ১ দিন পর বুধবার ১৩ জনেরই রিপোর্ট কুলাউড়া হাসপাতালে পজিটিভ আসে।

Manual8 Ad Code

হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

Manual1 Ad Code

Ad

Follow for More!